ব্যবহারবিধি:
👉STEP-1
ক্লারিফাইং শ্যাম্পু(A) দিয়ে নরমাল হেয়ার এ তিনবার 5 মিনিট করে আপনার হেয়ার ওয়াশ করে পানি দিয়ে ধুয়ে নেবেন, এবং ড্যামেজ হেয়ার হলে 2 বার পাঁচ মিনিট করে আপনার হেয়ারে শ্যাম্পু ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপর ব্লোয়ার দিয়ে আপনার হেয়ার 100% শুকিয়ে নেবেন, এবং আয়রন করে হেয়ার straight করে নিবেন। হেয়ার ঠান্ডা হলে step 2 follow করবেন।
👉STEP-2
কেরাটিন (B) বোতলের ক্রিম((ঢালার আগে একটু ঝাকিয়ে নিবেন)) পরিমান মত একটা বাটিতে নিয়ে আপনার হেয়ারে সেকশন সেকশন করে এপ্লাই করবেন চুলের গোড়ার এক থেকে দুই সেন্টিমিটার দূর থেকে। এবং দুই আঙ্গুল দিয়ে টেনে চুলগুলো স্ট্রেট করবেন। নর্মাল স্ট্রং চুল হলে ক্রিম এপ্লাই করার 45থেকে 50 মিনিট পর্যন্ত মনে রাখবেন। দুর্বল চুল হলে 35 থেকে 40 মিনিট। তারপর নির্দিষ্ট সময় পর একটা ব্লোয়ার দিয়ে ক্রিমটা চুলে শুকিয়ে 100% ঠান্ডা বাতাশে শুকিয়ে ফেলবেন,(ব্লোয়ার দিয়ে বাতাস দেয়ার সময় একটা চিরুনী দিয়ে আঁচড়াবেন) কিংবা ফ্যানের বাতাসে শুকিয়ে ফেলবেন। তারপর একটা হেয়ার আয়রন দিয়ে চুল গুলো ছোট ছোট সেকশন করে আয়রন করে নেবেন প্রতিটা সেকশন 10 থেকে 15 বার আয়রন চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত করবেন এভাবে পুরো চুল আয়রন করা হয়ে গেলে আপনার কেরাটিন করা হয়ে গেল
Sorry ! No Questions Found
Please Login to ask a question.
No Reviews Yet !